আজকে খোকন যে ভাষাতে বলছো তোমার মনের কথা মুক্ত স্বাধীন প্রাণে,
যেসব কথা সুর হয়ে যায় প্রাণ পেয়ে যায় যেসব ধ্বনি তোমার কাব্য গানে।
আদরমাখা যেসব কথায় মা তোমাকে আগলে রাখে পরম স্নেহের টানে,
ছোট্র তোমার বোনের যেসব আবোল তাবোল মিষ্টি কথা মধু ঝরায় কানে।
প্রফুল্ল হও যে ভাষাতে গল্প শুনে ছোটাও ঘোড়া তেপান্তরের পানে, শব্দ গেঁথে লিখতে পারো টাপুর টুপুর জলের নুপূর নাচতে কেমন জানে।
লিখতে পারো হৃদয় তোমার আকুল হলে পাখির গানে ফুলের গ্রাণে,
এই ভাষাটির জম্ম কোথায় জানো? হারিয়ে আবার কুড়িয়ে পাওয়া জানো কাদের দানে? এই ভাষাটি জম্মে ছিলো বাংলামায়ের বুকের ভেতর নদীর চলার তানে, এই ভাষাতে রাখতে ধরে বুকেই আবার বাংলা মাকে ভিজতে হলো বায়ান্ততে ছেলের শোনিত স্নানে।