অশ্রু নেবে অশ্রু
লাল অশ্রু নীল অশ্রু
হরেক রকম অশ্রু ঝরে অনবরত মোর নয়ন তলে,
অত্যাচারের অপশাসনের নির্যাতনের শোষনঘাতে যে অশ্রু ঝরে সে তো লাল অশ্রু..
প্রতিহিংসার নির্দয়াময় ভালোবাসার তীরঘাতে যে অশ্রু ঝরে সে তো নীল অশ্রু...
অশ্রু নেবে অশ্রু
লাল অশ্রু নীল অশ্রু
হরেক রকম অশ্রু
ক্ষুদার জ্বালায় জ্বলে পোড়ে ছাই,
কেউ তো দেয়নি মাথা গোছাবার ঠায়,
বলো বলো বলো সুখের দেখা কোথায় পায়,
তাইতো নীরবে অশ্রু ঝরায়,
অশ্রু নেবে অশ্রু
স্বার্থপরের এই সমাজে আজ অশ্রু মুছার কেউ তো নাই,
তাই নীরবে অশ্রু ঝরায়,
অশ্রু নেবে অশ্রু ...