আমি তো জিবনের জীব প্রাণ আমার আছে,
নিশ্চুপ নিলাতনে জ্বালাতনে মন বাঁচে।
আমি তো থাকিতে চেয়েছি নির্মল পরিবেশে,
বাঁচিতে চেয়েছি মুক্ত বায়ুর আবেশে,
তারা আমায় দীক্ষার দিয়ে তাড়িয়ে দেয় পরিশেষে।
আমি হতে চেয়েছি গৌধূলি বেলায়
উদাস মনে উড়ে যাওয়া গাঙ্গ চিল,
তারা ও আমায় যাকঁছিড়া করে দিল পেলে গেল একলা আঁকাশ পথে,
আমি একাকার হয়ে উড়ি দেপান্তর
হতে দেপান্তরে।