মৃত্যু যেন
হাতছানি দিয়ে ডাকে বারে বার,
আমি তার
ডাকে সাড়া দিইনি বলে গর্জে সে!
বলে জানো মৃত্যু হবে সবার?
আমি তার দমকে মুটে ও বিষ্মিত নয়,
সাহসে বুক পেতে বলি জানি জানি যার
জম্ম আছে তার মৃত্যু অনিবার্য,
হে মৃত্যু কোন অপরাধে কোন তাড়নায়
তুমি আমায় মনে কর তুচ্ছ?
আমাকে যদি অকালেই চলে যেতে হয় কেন
তবে সৃষ্টিরলীলার পাত্র করেছিল
তোমার বিধাতা?
নীরব নিচ্ছুপ
গর্জনশক্তি হারিয়ে ফেলে তাকিয়ে রয় মৃত্যু।
তখন আমি ধমক
দিতে শিখে গেছি গর্জে উঠে বলি বলছনা কেন?
তখন অশ্রুসিঁক্ত নয়ন জলে ক্রন্দনরত
কন্ঠে বলে হে মানব
তুমি নিঁশিরাতে কাঁদো কেন?
তোমার কান্না যে প্রাণে সয়না,
আমি বিষ্মিত অবাক নয়নে তাকিয়ে রই
আর মনে মনে বলি মানবের জন্য মৃত্যুর
মায়া হয় কিন্তু এই পৃথিবীর নিষ্টুর
মানবের মায়া হয়না।