আজ ভোরে পূবকাশে তাকাতেই চোখের
অবলোকনে ধরা দিল উষার ঝলমল
রাঙ্গানো প্রভাত,
প্রতিদিনের মত নয় আজকের ভোর
কেন জানি বুকের ডান পাশে চিন চিন
করে জ্বলে আগুন,
সেই আগুনে জ্বলে পুড়ে কালো ধূয়ায়
ভষ্ম হচ্ছে কিছু স্মৃতি তখনই
বুঝতে পারি জীবনে ফিরে পেলাম
আরেকটা পহেলা ফাগুন।
যে ফাগুনের আগমনে বসন্তের হাওয়ায়
গাছে নতুন কঁচি পাতার জম্ম নিতো,
সেই ফাগুনেই তুমি ভালবাসার জম্ম
দিয়েছিলে স্মৃতি দিয়েছিলে অজশ্র শত শত।
ফাগুনের সকালে পুকুর
পাড়ে বসে বসে আনমনে তাকিয়ে অপেক্ষার
প্রহর গুনতে,
আজি সেই ফাগুনের আগমন
ঘটেছে তুমি নেই তবু ও
স্মৃতি জড়ো হয়ে নাড়া দেই মনেতে।
পুকুর পাড় আজ শূন্য একা,
ফাগুন এসেছে ধারায় তবু ও
পাইনি তোমার দেখা!
গৌধূলী বেলায় হাতে হাত রেখে পল্লীর
মেঠু পথে পায়ের পর
পা বাড়িয়ে দিয়ে হাটতে তুমি,
আজি ফাগুনের আগমনে ও
স্মৃতি হারা শূন্য মেটু পথের ধূ ধূ
মরুভূমি।
কেন ফাগুন আসে বারে বার,
স্মৃতি পাতায় জীবনে নাড়া দেয় আবার।
মনে যেন আজ ধূকে ধূকে জ্বলে আগুন,
ফিরে পেলাম
জীবনে স্মৃতি মাখা আরেকটা বিষাক্ত ফাগুন।
রচনা-১৩/০২/২০১৫(পহেলা ফাল্গুন)