অপ্সরী,
তোমার স্মৃতির ডায়েরীতে লেখা
কবিতার শব্দে চলে আসে
হৃদয়ের না বলা দুঃখ,
কি সুন্দর সাঁজিয়ে দাও
কবিতার শরীরে অন্ধকার পোষাক।

তোমার কবিতার ছন্দে কাঁদবে নারী!
পুরুষের হৃদয় হরণ হবে নতুন ভাবে,
তোমার স্মৃতি উপলব্ধি করবে হাজারো ব্যর্থ প্রেমিক।

অপ্সরী,
তোমার কবিতার ফুলঝূরীত চলে আসে
বিষাদের রাত্রি যাপনের কথা,
পরিচ্ছন্ন সকাল তোমাকে পারেনি হাসাতে।
তোমার স্মৃতির ডায়রী থেকে চলে আসে
কেন তুমি নীল টিঁপ পরো,
ঠোঁটে কাঁজল আঁকো।
পশ্চিমের পুকুর পাঢে মুক্ত বাতাসে গাঁ
ভাসাও।

অপ্সরী,
তোমার স্মৃতির ডায়েরী না লিখলে
স্মৃতিরা অশ্রু ঝরাতো নীরবে,
তোমার অপ্রকাশিত ভালোবাসা
হারাতো আর্তনাতে
অন্ধকারের যে কষ্ট আছে তা জানা হোতনা।

অপ্সরী,
কবিতা কেবল তোমার জন্য হয়েছে
উৎসবমূখি
কবিতা কেবল তোমার জন্য তোমাকে
করেছে নীল
তোমার স্মৃতিমূখর দিনে চলে আসে হৃদয়ের না বলা দুঃখ আর বিষাদময় বেদনা।