ভয়! ভয়! ভয়!
সেখ নাসিম আহাম্মাদ।
ভয়! ভয়! ভয়!
কত আশ্চর্য রকমের সব ভয়!
পা পা করে চলতে শেখার পর থেকেই দেখানো হয়।
পুকুর পাশে যেওনা
ওখানে জুজু বুড়ি আছে।
বালিশে বসিলে নাকি ফোঁড়া হবে পাছে। (পাছা)
দরজায় বসা নিষেধ
সেখানে অ-মঙ্গলের ভয়।
দুপুরে বাহিরে গেলে আবার ছেলে ধরার ভয়।
অসৎ সঙ্গে মিশতে মানা
সঙ্গ দোষে নাকি বড় হওয়া যায়না
সৎ সঙ্গ না হলে আবার নরক বাসের যাতনা।
অসুখে ছুচের ভয়,
বিদ্যালয়ে টিকার ভয়।
শৈশবের সেই ভয় অব-চেতনে আজও হয়।