তোমার অপেক্ষায়
সেখ নাসিম আহাম্মাদ।

কাটায় সময় তোমার প্রতীক্ষায় প্রতিক্ষণ দিবানিশি
তোমার পদধ্বনি ভাসিতেছে যেন বাতাসে অহর্নিশি
হেলিয়া দুলিয়া নব মুকুলিকা মিটি মিটি চোখে চায়
বলে সে ওলি কে বলে দিও তাকে আছি তার অপেক্ষায়
গ্রহ তারারা ও ব্যগ্র ব্যাকুল তুমি আসিবে বলে
রক্তে সিক্ত মৃত্তিকা তাই তোমার কথাই বলে
লাল গ্রহ আরও লাল রবি শশী তে রাহুর কাল
তুমি এসে ছুঁয়ে মিঠা করে দাও সাগরের নোনা জল
দোলে হিমবাহে শীতল প্রবাহে কোটি শাখা ধীরে ধীরে
মরু থরে সাহারে সবুজ ফোটে কেন বালুকার বুক চিরে  
উঁচু করে মাথা জানায় তরুলতা মনে জমা যত ব্যথা
কাক পক্ষির মধুমক্ষির কত ঝক্কির বইতে তোমার বার্তা
শাসক মত্ত শোষণের নেশায় প্রেমিক মত্ত যৌনতায়
তোমার প্রতীক্ষায় মজলুম তাই হাত তোলে প্রার্থনায়
দাসত্বের শিকল পরিয়া গলে মুখে দ্যেয় জয়ধ্বনি
বিদ্বেষ বাণে বিষ ঢেলে সমাজে বিষাক্ত করে ধরণী
হায়েনার মত লোভাতুর চোখ খুনে রাঙা দাঁত নখ
দুর্যোগের সুযোগে বেরিয়ে আসে অদৃশ্য বাঘ নখ
বিদ্রোহী মন মানেনা বারণ পায়ে পড়ে শিকল বেড়ি
দেখা দেবে কবে হে মোর প্রিয় আর কত হবে দেরি
সবুজের সাগরে গাইছে পাখিরা তোমার আগমনী গান
অশ্রু ভেজা মেদিনীর আর্জি ধরো হাল দাও পরিত্রাণ
দ্যেখে পর্বত রাজি উঁচু করে মাথা তুমি আসছ নাকি
বয়ে চলা শ্রোতবহা শুধায় ওরে আর কত পথ বাকি ?????