স্বপ্ন লাগে।
কলমে- সেখ নাসিম আহাম্মাদ।
কল্পনার কানাগলি ভ্রমরের অঞ্জলি পাখির কুহুতান
উদাসী বসে থাকা, এলো মেলো আঁকাবাঁকা
মেঘের ক্যানভাসে ছবি আঁকা
স্বপনো লাগে।
ঝিরি ঝিরি বৃষ্টিতে কোটরের ফাঁকেতে লুকায় কাক
কাজারির তাজা সুরে গেঁও মেয়ে গান ধরে
সে সুর কানে এলে!
স্বপ্ন লাগে।
বাদলের চোখে চেয়ে শুধায় সেই মেয়ে করিস কি?
নেচে নেচে বলে যায় ক্ষুধা তোর জোর নাই
তুই হারাবি মোহে!
স্বপ্ন লাগে।
সেই মেঘ বালিকা কাব্যের নায়িকা গাইছে গান
গেয়ে যায় কায়মনে মৃত্যুর আলিঙ্গনে
বুকে বেধে তীর।
স্বপ্ন লাগে।
অঙ্গের কারসাজি অপলক দেখে মাঝি হাতে নিয়ে সাজি
আঙুল খেলা করে অজানা ফুলের পরে
জড়ায়ে বাহু পাশে মোরে।
স্বপ্ন লাগে।
দিগন্তের সীমানায় রক্তিম রোশনাই ফিরতি পাখির ঝাঁক
ছোঁয়া লাগে শরীরে, কুন্তলের আঁধারে,
কানের লতিতে গরম শ্বাস।
স্বপনো লাগে।
শ্রাবস্তির অপ্সরা বাহুডোরে দেয় ধরা তনুতে স্বর্গীয় ঘ্রাণ
নেশায় ঘুম ঘুম রাত্রি নিঝুম
উন্মুক্ত অন্তর্বাস
স্বপ্ন লাগে।
২৮/১/ ২২