স্বপ্নের হাতছানি।
সেখ নাসিম আহাম্মাদ।
ছিলে তুমি কোন রূপকথার দেশে,
ছেয়ে গেলে যেন দমকা বাতাসে।
নিভূ নিভূ প্রায় আগুনের উতাসে,
হিয়া জ্বলে কেন হিয়ার আবেশে।
গান ভোলা সেই ডানা হীন পাখি,
উড়ছিল গগন ময় মনকে দিয়ে ফাঁকি।
হঠাৎ তাকায় আপন হিয়া পানে ঝাঁকি,
পাওয়ার এখনো কি কিছু আছে বাকি?
স্বপ্নের হাত ছানিতে ভাসে অথৈ জলে,
ঘুমের মাঝে স্বপ্নের আসা যাওয়া চলে।
পাখী আবার যাবে কি তার সব গান ভুলে,
নাকি স্বপনো ডানায় উড়বে পেখম মেলে।
ছিল তো পাখি বেশ আপন ভোলা,
উড়ত দিগন্ত ময় হেসে প্রাণ খোলা।
মনের আনন্দে দুলতো দোদুল-দোলা,
এ কেমন আকর কিছুতে যায়না ভোলা।
ঘুমন্ত পুরিতে জীওন কাঠির ছোঁয়ায়,
রূপ-কথায় রাজ কন্যা তো প্রাণ পায়।
আজ এই কঠিন সন্ধিক্ষণে মম হিয়ায়,
মরণ কাঠির বেদনা কেন অনুভূত হয়।
ভেবেছি যা কিছু তা যদি স্বপ্ন হয়,
স্বপ্ন সাগরে জীবন হোক স্বপ্নময়।
স্বপ্ন যদি স্বপ্ন না হয়ে বাস্তব হয়,
সে অপ্রাপ্তি মনে বড় পীড়া দেয়।