পথে চললেই কি পথিক ?
সেখ নাসিম আহাম্মাদ।
পথ চললেই কি হওয়া যায় পথিক
পায়ে ধুলো থাকলেই কি হয় চরণধূলি
অধীনতা আর স্বাধীনতা যদি এক হয়
তাহলে কামের গন্ধ আর ঘামের গন্ধকে এক বলতে হয়
লেখা পড়া শিখলেই কি হওয়া যায় শিক্ষিত
শিক্ষা থাকলেই কি মানুষ হয় চরিত্রবান
দুটি শরীরের মিলন মানেই যদি প্রেম হতো
সব লাল পাথরকেই চুনি বলা যেতো
ক্ষুধা লাগলেই কি বলা যায় জঠর জ্বালা
পেট ভরা থাকলেই কি বলা যায় ক্ষুধা মন্দা
মানুষের মত দেখতে হলেই যদি হয় মানুষ
অভিধানে কি আসত কখনো অমানুষ
গভীরতাই হলো উচ্চতার মাপকাঠি