মৃত্যু মুক্তি
স্বপ্ন ছায়া (সেখ নাসিম আহাম্মাদ)
হে প্রভু একটা নির্মম মৃত্যু দাও।
তোমার সাধের ধরণীতে এবার বুঝি প্রয়োজন ফুরিয়েছে।
মৃত্যুর ভয়াবহতা ও যন্ত্রণার তীব্রতা এমন দাও মানসিকভাবে
আঘাত প্রাপ্ত প্রতিটা মানুষ যেন উল্লাসে মেতে ওঠে।
তাদের যত্ত মনঃ খেদ যেন সব মিটে যায়।
জানি আমার হিসাবের খাতা শূন্য তোমার সম্মুখে
দাঁড়াবার মত আমার কাছে কিছুই নাই।
আমি নিরাশা বাদী নই, হতাশা গ্রাস করেনি কখনো।
সৃষ্টির সব কিছু পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করে
তোমার অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই।
তবে বাঁধাধরা গতানুগতিক শৃঙ্খলে আবদ্ধ থেকে
নিজেকে সঙ্কুচিত করে নয়।
যে বাহুডোরে দিয়েছিলে স্বর্গসুখ। পৃথিবী জয়ের প্রেরণা।
সেথা সন্দেহ পর্বতে জমা কঠিন তুষার নিঃসৃত আঁখি প্লাবন
গলিত লাভার মত আষ্টেপৃষ্ঠে বেঁধে শেষ নির্যাসটুকু শুষে নিতে
নিজ বেষ্টনিতে আবদ্ধ রাখতে চায়।
যার উত্তাপে দগ্ধ প্রতিটি শিরা উপশিরা।
অন্ধকারের সঙ্গী হয় বোবা কান্না নির্বাক আর্তনাদ
ঝিঁ ঝিঁ পোকার ডাক আর মশা দের গান।
কংক্রিট ভেদ করে তারারাও উঁকি মারতে পারেনা মনের গহিনে।
আক্ষেপ নেই নিজ কষ্টের।
দিয়ে যাও যত পারো। সহিবার ক্ষমতা তো তুমিই দিয়েছ।
কিন্তু আমার কারণে অন্যের আঁখি ধারা বয়ে যাবে
এটা সহা বড় যাতনার।
অনেক তো হলো! এবার তুমি আমাকে মুক্তি দাও।
নতুবা মুক্ত করে দাও।