জনতার সাথে রাষ্ট্রের ছলা-কলা।
সেখ নাসিম আহাম্মাদ।
লও প্রণাম তুমি প্রশান্ত ভূষণ;
তোমার বিরচিত কণ্ঠ কে করি কুর্নিশ,
তোমার ট্যুইটার পেজ ভরিয়া যাক অট্ট-বিদ্রূপে,
টু-জি ও কোল গেট পর্ব স্মৃতিতে বিচরণ করে এখনও।
ন্যায় প্রতিষ্ঠায় করিয়াছ লড়াই সাড়ে তিন দশক;
রাজ দাক্ষিণ্য উপেক্ষা করিয়া,
রাজনেতা দের দুর্নীতি ও ঘৃণ্য চক্রান্ত করিয়া উজাগর;
বলিষ্ঠ প্রতিবাদে ভক্ত কূলের অদম্য বাসনা কে করিয়াছ ধূলিসাৎ।
অবলীলায় রক্ত চক্ষুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়াছ দৃঢ়তার সহিত;
দয়া-ভিক্ষা বর্জন করিয়া হাস্য বদনে,
মাগিয়া লইয়াছ রাজদণ্ড;
ইতিহাসের পাতায় অমর হইয়া থাকিবে ট্যুইটারের কথা গুলি।
দৃঢ়-প্রত্যয়ে কোটি কোটি মানুষের হৃদয় করিয়াছ জয়,
রাষ্ট্র-শক্তি টলাতে পারেনি তোমার অবিচলিত সিংহ-হৃদয়,
বাতাসে ধ্বনিছে যে নাম তাঁকে দমাইতে পারিল না কারাগার ভয়;
ইতিহাসে কি থাকিবে না লেখা! জনতার সাথে রাষ্ট্রের ছলা-কলা।