ঈদ মোবারক।
সেখ নাসিম আহাম্মাদ।

আজ আর নয় কোন কথা, ভুলে সব বিরহ বেদনা ব্যথা।
নতুন সমাজ গড়ব হেথা, বিভেদ-কামীরা জায়গা পাবেনা যেথা।
নতুন জীবাণু আবহে, লক্ষ লক্ষ হৃদ স্পন্দন গেছে থেমে।
কোথাও গোষ্ঠী সংক্রমণ, কোথাও সংক্রমণের প্রভাব গেছে কমে।
ইহ-লোকের মায়া ছেড়ে চলে গেছেন কত সহ নাগরিক।
সাবধানতা-ই শেষ অস্ত্র, সচেতন নয় এখনও বহু নাগরিক।
ভয়াল জীবাণুর ছোবলে স্বজন হারালো যাঁদের।
প্রার্থনা ছাড়া কিছু নাই মোর, সমবেদনা জানাই তাঁদের।
মৃত্যু চির সত্য, করোনা কালে সাধারণের কি যে দুর্দশা।
চিকিৎসার অ-ব্যবস্থা এখন মানুষের কাছে ঘোর অমানিশা।
মৃত্যুর স্বাদ চাখবে সবাই, কিন্তু মরিতে কেহ কি চায়!
সবারই তো থাকে যেন তেন প্রকারে বাঁচার অভিপ্রায়।
আশা নিরাশার মাঝে আগমন ঈদ-উল-আজহার।
ভুলে শোক তাপ নব উদ্যমে বাঁচার লড়াইয়ে ঘুরে দাঁড়াবার।
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ সমৃদ্ধির আরক।
সমস্ত বিশ্ববাসী-কে জানাই কবিতার ভাষায় ঈদ- মোবারক।