গাও বন্দেমাতরম।
সেখ নাসিম আহাম্মাদ।
আগুয়ান তুমি নব দীশায় দাবী নূন্যতম অধিকার
কম্পিত আজ ইনকিলাব মুখরতায় দিল্লির সিঙ্ঘু বর্ডার
সূচনা যার শাহীনবাগে
তোমরা আছ তারও আগে
শাহীন বাগের জোশে ভরপুর হয়ে দুর্বার দুর্দম
মুখে সাম্যের গান গাও বন্দেমাতরম বন্দেমাতরম।
কলঙ্কিত এই অধ্যায় অহঙ্কারী ভাবনায় যা হয়েছে অশুদ্ধ
তোমার প্রাণের বিনিময়ে আজ তুমি করে দাও তা বিশুদ্ধ
বাধা নয় শিকল বেড়ি
রক্তচক্ষু কিবা হাতকড়ি
দাসত্বের জীবনের থেকে শহিদের মৃত্যু মহত্তম
গলে ফাঁসি মুখে হাসি তবু গেয়ে যাও বন্দেমাতরম।
ভেঙ্গে দাও কর্পোরেট মিডিয়া শাসকের যত অপপ্রয়াস
তোমার জাগরণে জেগেছে মাতৃভূমি গড়তে নয়া ইতিহাস
আসুক ধেয়ে অপবাদ
থামিওনা তবু প্রতিবাদ
প্রচারতন্ত্র শাসকযন্ত্র বার বার তোমাকে করিবে জখম
অভিষ্ঠলক্ষে পৌঁছাতে তোমার মন্ত্র হোক বন্দেমাতরম।
ভাঙ্গিতে মনবল শাসকের হাতিয়ার উপেক্ষা আর উপেক্ষা
তোমারা করেছ পণ না ভেঙ্গে মন করে যাব প্রতীক্ষা
দাবী না পুরিলে যদি আশ ফিরে
কহিবে কি তুমি আগামী প্রজন্মরে
প্রায় অর্ধশত মৃত্যুতেও নিরব শাসক বেহায়া বেশরম
মানবতা বাঁচাতে তুমি আজ গাও বন্দেমাতরম বন্দেমাতরম।।