বরাত জোর।
সেখ নাসিম আহাম্মাদ।

নিন্দুক দের কানাকানি
                 রাজাধিরাজের বরাত-জোর বটে।
কালো সোনার মূল্যে পতন  
                             কিনা তাঁরই রাজপাটে!
বাক্যবাগিস রাজা কহেন-
                    প্রজা গণ! আপনারা কার সাথে?
যার কপাল মন্দ দেশের জন্য!
                            নাকি! ভাগ্যবানের সাথে।
প্রধান সেবকের কপাল যদি,
                       দেশের ভবিষ্যতে হয় ভালো।
অপারগ আমি এহেন ভাগ্যে,
                        যাদের মুখ হইতেছে কালো।
এহেন বচনে ভক্তগণে,
                  উল্লাসে মাতিয়া দিলেন করতালি।
মূল্যে পতন হলো বিশ্বময়
                      কিন্তু দেশবাসির পকেট খালি।
পর পর করিলেন কুক্ষিগত
                  বনিকসভা থেকে সংবাদ সংস্থা যত।
এক লহমায় উড়িয়ে দিলেন
                         ঘরে বাহিরে নিন্দুক ছিল যত।  
জগত জুড়ে মূল্যে পতন যত,
                          দেশে মূল্যবৃদ্ধি উর্দ্ধমুখি তত।
মূল্য বৃদ্ধিতে যখন নাকাল জনতা,
                       ঘুরছেন রাজা পরিব্রাজকের মত।
কিছু ভক্তের খুলিলে আঁখি,
                     মূল্য বৃদ্ধির কারণ শুধতে গেলে।
রাজার বেশে চরকা কেটে,
                               দেশ প্রেম দেখিয়ে দিলে।
রক্তিম চোখে চীনকে সবক
                     একের বদলে আনবেন দশ শির।
দেশের মিডিয়া কে দেখেও শেখোনা
                                   চিত্তে তারা কত ধীর।
                                                 ক্রমশ……