দীর্ঘদিন বিশেষ কারণে অফ লাইন ছিলাম স্বনামধন্য কবি মাননীয় মুকুল সরকার সাহেবের কথা রাখতে তাঁকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি উৎসর্গ করলাম।
বলতে পারো।
সেখ নাসিম আহাম্মাদ।
বলতে পারো! কোভিড ঊনিশ, ছিল আগে কোথা?
হঠাৎ কেন ঝড়ের বেগে, এলো চলে হেথা।
বলতে পারো! রাজার কেন, জালতি ঢাকা মুখে?
বাক্য-বাগিস রাজা কেন, কুলুপ এঁটেছে মুখে?
বলতে পারো! ভালো দিনের সূচনা হবে কবে?
আর কতদিন দেশবাসিকে প্রতীক্ষা করতে হবে?
বলতে পারো! চীনিরা এলে, রাজা কেন চুপ?
পাকির বেলা রাজা কেন, ফেলেন ধুপা ধুপ।
বলতে পারো! সেই পৌনে-দু-চোখো বাবা এখন কোথায়?
যাঁর কথিত পঁয়ত্রিশের পেট্রল আজ পঁচাশিতে বিকায়?
বলতে পারো! সেই ছাপ্পান্ন ইঞ্চির বহর গেল কই?
নতুন মানচিত্রে নেপোরা যখন করছিল সব সই।
বলতে পারো! দেশের মিডিয়া পেটোয়া হল কেন?
রাজার সামনে ভাঁড় সেজেছে তল্পি বাহক যেন।
বলতে পারো! লালফৌজির আক্রমণে যার আঁখ হয়ে যায় নম?
বালাকোটে তিনিই সাজেন পাক-ফৌজের যম।