বাবা
সেখ নাসিম আহাম্মাদ।
তোমার চোখ দিয়েই প্রথম পৃথিবী দেখা
তোমার হাত ধরেই প্রথম চলতে শেখা
জীবন সংগ্রামে তুমি ছিলে অকুতোভয়
শিখেছি মাথা উঁচু করে কিভাবে চলতে হয়।
দুবেলা অন্ন হীন যখন কাটত তোমার দিন
আত্ম সম্মানে তুমি ছিলে সর্বদা আপোষহীন
বঞ্চনা অনটন প্রতি কুল পরিস্থিতি করেছ জয়
শিখেছি বিপদাপদে দৃঢ় প্রত্যয়ে কিভাবে থাকতে হয়
কাজের মাঝে বা শয্যায় শুয়ে বলেছ যত নীতিকথা
স্বার্থের ভবে প্রতি পদে পদে খেটেছে সে সব কথা
পরিশ্রমের কোন বিকল্প নাই বুঝিয়েছ হাতে নাতে
থাকতনা সব্জী পড়ন্ত বেলায় তোমার বাড়ন্ত ভাতে
শাসনে যখন হত অভিমান বলতে এটাই পিতৃশ্নেহ
রাগ হত তখন বাবা হয়ে বুঝলাম সত্যিই পিতৃশ্নেহ
আশি ছুঁই ছুঁই হয়নি শিথিল এখনও তোমার বিচার
শরীর মেনেছে হার মানসিকতা আছে আজও দুর্বার
কোথা হতে পাও এত মনোবল ভাবি শুধু মনে মনে
তোমার মত যদি সব পিতা হত থাকতনা দুঃখ ভুবনে
আমার আদর্শ আমার গর্ব তুমি আমার অহঙ্কার
দোওয়া ছাড়া কিছু চাইনা আমি তুমি আমার অলঙ্কার।