আত্মত্যাগের উৎসব।
সেখ নাসিম আহাম্মাদ।
অতিমারির মাঝে আগমন আত্মত্যাগের ক্ষণ
হোক বাগাড়ম্বর হীন আত্মত্যাগ, বর্জিত হোক চাকচিক্যের বাহার?
অন্তরের ঐশ্বর্য যদি সম্ভব হয় দমন,
তবেই সার্থক আত্মত্যাগ, অনর্থক রক্তপাত স্রষ্টা সমীপে বেকার।
মাংস-ই যদি হত শেষ কথা,
নিজ তত্বাবধানে পশু জবাহ্ এর কি ছিল দরকার?
জ্ঞানপাপী মোরা, জানি সেই কথা,
কি চেয়েছেন ‘মহান আল্লাহ্’ বান্দার কাছে তার।
আত্মত্যাগের লক্ষ যদি হয় স্রষ্টার সন্তুষ্টি,
প্রদর্শনী হয় কেন, কেনই বা এসে যায় আত্মতুষ্টি?
বন্টনে দেখা যায় দাতা সুলভ আচরণ,
ফেসবুক হোয়াটসঅ্যাপে কেন ছবি করে বিচরণ।
উৎসর্গিত কিছুই কি যায় স্রষ্টার দরবারে?
সজ্ঞানে আমরা একই ভুল যেন না করি বারে বারে।
৩১/০৭/২০২০