আঁধারের আলো
কলমে…… সেখ নাসিম আহাম্মাদ।
আঁধারের লালসার ফাঁদে পৃথিবীর উদ্দীপিত যৌবন
প্রবঞ্চনার প্রসারিত বাহু আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
প্রস্তর যুগের উদলা মূর্তির মত মোটা পুরু ঠোঁটে
নিবিড় আলিঙ্গনে চুমু খেতে চায় ;
কোন আদর নেই কেবলই কামনার বিষ;
আঁধারের আদরে জ্বর এসেছে পৃথিবীর, আকাশের
সোনা রঙ স্রোতে মিশে ভরে গেছে পৃথিবীর সব গহ্বর
হলুদ জলে সবুজ মিশে একাকার
রুক্ষ শীতে হাত পা ফেটে চৌচির
মুঠো মুঠো বাসন্তী রঙ ছড়িয়ে প্রমাণের চেষ্টা
এই তো বসন্ত; প্রকৃতির নিয়মে আসে রাত্রি
তাই বলে চোখ বুজে রাত্রি নামানো
বিধি যখন ইতিহাস ও বিজ্ঞানের উপর ভারি হয়
কশাই আর ডাক্তারের ছুরির মান এক হয়
সাধু বেশি শৃগালের হাতে শোভা পায় রাজ দণ্ড
স্বাধীনতার প্রলাপ অনুরণিত হতে থাকে জঙ্গলের বাতাসে
মসী নজর বন্দি হয় অসির শক্ত প্রহরায়
তখনই নামে এমন আঁধার
আঁধারের কালি দিয়েই রচিত হয় ইতিগাথা
আঁতুড় ঘরের চিৎকার কানে আসছে
বাতাসে ভাসছে সর্ষে পোড়া গন্ধ
চিলের ডানা থেকে রোদ ঠিকরে
আঁধার ভেদ করে ঝিলিক দিচ্ছে
সেই আলো কি ঘোচাবে এই কালো আঁধার ?