আমি বাঁচাতে চাই আমার সততা ।।
সেখ নাসিম আহাম্মাদ।
                     == ১ ==
কোথায় লুকাব আমি আমার সামান্যতম সততা
চারিদিক শুধু নেতা আর ক্ষমতালোভি দের শঠতা
ব্যাঙ্ক রেল বিমান সবই ভাসিয়াছে উন্নয়নের জোয়ারে
দুর্যোগের সুযোগে সরকারি উদ্দ্যগে কৃষি বিলে নয়া ভাঁওতা
                       ==২==
অধ্যাদেশ প্রত্যাহারের দাবীতে লাখো লাখো কৃষক রাজ পথে
বিবৃতি সরকারের বিরোধী চক্রান্তে কৃষক পরিচালিত ভুল পথে
কর্পোরেট বিল্ডার দের লোলুপ দৃষ্টি এখন কৃষকের ফসলে
বসত বাড়ি চাষাবাদ ছাড়ি নুন্যতম দাবী আঁকড়ি চাষী বসি পথে।  
                       == ৩==
টেকেনি লাঠি টিয়ার গ্যাস জলকামান ও চক্রান্ত গোদি মিডিয়ার
ব্যারিকেট বোল্ডার করিয়া ছারখার দুর্বার গতিতে দিল্লি দরবার
সাথীদের শাহাদত ও থামাতে পারেনি তোমার দিল্লি অভিমুখ যাত্রা
চৌকিদার হও খবরদার কৃষক দের করিওনা মহতাজ ভিক্ষার
                       == ৪ ==
কিছু ভুঁইফোড় কৃষক আন্দোলনের বিরোধীতায় উদ্যত
শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ জানেন ওরা অন্ধ ভক্ত নামে খ্যাত
চোখ ঝলসান আলোতে বেলচা হাতে দেখিয়াছি কৃষক সাজতে
সার্থক আন্দোলনে প্রতিনিধি প্রেরণ করিয়া কেউ হইতে চায় বিখ্যাত
                        == ৫==
নানা অপবাদ ঘৃণ্য ষড়যন্ত্র সংবাদ মাধ্যমের চাটুকারিতা
কিছুই টলাতে পারেনি তোমার ইস্পাত কঠিন দৃঢ় মানসিকতা
শাসকের শোষণ নীতির বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়িয়ে
আমি বাঁচাতে চাই আমার সামান্য অবশিষ্ট সততা ।।