হাজরে আসওয়াদে চুমু দিয়ে মুমিন রা পাপ মোচন করে।
তোমার ঠোটে চুমু দিয়ে না হয় আমি আমার দুঃখ মোচন করলাম।
আমার হৃদয়ের কাবা তুমি।  
তোমার ঠোট আমার হাজরে আসওয়াদ।