মুঠোভর্তি শব্দ নিয়ে যতদূরেই যাই
রক্তমাখা প্রত্নলিপির নাটুকে ধরতাই
মুচরে দেওয়া বুকের ভেতর সাজায় কলতান
হঠাৎ কখন ছন্দে দোলায় সবুজ সামগান,
টাটকা বাসি হাল হকিকৎ ফেরারি মৌতাত
সরিয়ে দিচ্ছে পাল্টি-খাওয়া বিবর্ণ সংঘাত।
এভাবেই তো আসছে ছবি, মলিন আনাগোনা
সাবেকি সেই গল্পগাথা আর তো শোনাবো না।
নিপাট আলোয় থমকে আছে সকালবেলার ছবি
শানবাঁধানো শিউলিতলায় তুই কি আপন হবি?