এই সেই অজয় যতদূর চোখ যায় শুধু জল
ভরা বর্ষার অশান্ত অভিমানে
ভরে দেয় ক্ষত।
নিয়ন্ত্রণ হারা ঢেউ ছু্ঁয়ে যায় মেঘমালা
দুপারে আছড়ে পড়ে পিরীতি
ওপাড়ে জয়দেবের প্রণয় দরবারে -
পছন্দের অনিবার্য তারিফ শুনতে শুনতে
আপনমনে কখন যেন চিরসখার প্রেয়সী হয়ে ওঠো
আপ্রাণ মেখে নাও অনন্ত স্বপ্নের ঘ্রাণ
এপাড়ে ছড়িয়ে পড়ে আলোর নেশা
জানি এরপরও কখনো তুমি আমাকে প্রশ্ন করবে,
নির্ভূল সিলেবাসে আটকে না থেকে
কেন কবিতা লিখতে এসেছি?