মহালবিশ বুদ্ধ ভিক্ষুক, গলির ভেতর
রক্তের প্রবাহমান গতিতে, থম থম
আরো একটু এগিয়ে যাও দেখতে পাবে
মিশ কালোয় সূর্যের আজ অন্তিম যাত্রা

আলখাল্লা গায়ে যখন পদযাত্রা বের হয়
অলংকরণে
লেখা হয় না
দেশের নাম,
তুমি,
অনায়াসে বেঁচে থাকতে পারো
নগরীর পর নগরীর কোলকাতা হওয়ার চেষ্টায়
হেলিকপ্তারের বেশে যুদ্ধনগরীতে উড়িয়ে দিতে পারো
লাল রক্তহীন ফড়িং

তবুও যমজ প্রেম কোনদিন জন্ম নেয়নি

তাই প্রেম খুঁজতে আর বুকের ভেতর হাত ঢোকাচ্ছি না
ওখানে কেবলই রক্ত মাংসের গন্ধ পাই।