জঙ্গলে আজ
জঙ্গল-রাজ,
হার্মাদদের ঘাঁটি---
রক্ত-মাখা
কান্না-ভেজা
পুরুলিয়ার মাটি।
রক্ত মাখে
পাহাড় টিলা
উষর ধানি ভুঁই---
মহুয়া শাল
সেগুন পলাশ
বনমালতী জুঁই।
সিধু কানু
বীরসা মুন্ডা
উলগুলানের হোতা---
অরণ্য মা
ডাকছে তোদের---
কোথায় আছিস? কোথা?
কেঁদু পাতার
ঘৃণ্য জীবন,
পান্তা ভাতের জল---
স্বপ্ন কাড়ে
দস্যু ঘাতক,
বন্দুকেরই নল।
স্বাধীন দেশে
রুটি-মাকান,
নেইকো খাতা-বই...
ছেলের কাটা
মাথার পাশে
মিছিল চলে ওই...।
রক্ত-ভেজা
মাটির ওপর
লাশের পরে লাশ---
সারা দেশের
সভ্য মানুষ
লিখছে ইতিহাস...।