তারা হাসে মিটিমিটি,
আকাশে ছড়ায় ওরা ছোটো ছোটো
দস্যিপনার চিঠি।
শিশুরা সে চিঠি পড়ে,
হিজিবিজি কত কল্পনা মাখা
খুশির ভেলাতে চড়ে।
শূন্যে অনেক দূর---
চলে যায় মাঠ তেপান্তরের,
কোনও রূপকথাপুর।
রাজকন্যার সাথে---
ঘুমে ঘুমে খেলে জুঁই-চাঁপাবনে,
স্বপ্নের মালা গাঁথে।
শিশুরাজা ছুটে আসে,
জল-ছবি দিয়ে সংসার পাতে
ধুলো-কাদা-মাটি-ঘাসে।
শেষে এসে নামে ভোর,
দুরন্তভাব ঝুঁকি নিতে চায়,
ডাকে আয়, কৈশোর।