এক-এক দিন দৌড়বাজ ট্রেন
আরও বেশি জোরে ছোটে
সময়ের প্রতিযোগিতায়
হারিয়ে দিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে
আমি বাজি ধরে এগিয়ে যাই
দৌড়বাজ ট্রেনের জানালায়
বসে থাকা কাজল চোখের সন্ধানে।
ব্যর্থ হয়ে বসে থাকি
রঙিন কাগজের স্তূপে, কতকাল ছুটিনি
সময়ের পিছনে পিছনে
অবেলায় ঘুম আসে
কেঁপে ওঠে স্রোতে ভাসা উজ্জ্বল
কাগজের নৌকার মতো
বুকের ফিক ব্যথাগুলি ....