নদীর মোক্ষম পা হেঁটে যায় বিরামবিহীন
ক্লান্তি তাকে ছুঁতেই পারে না।
নদী তো দু-কুল ভাঙে
গড়ে তোলে সবুজ কারখানা
নগর বন্দর বন মাঠ ও উৎরাই
এ সবখানেই তার পথ পরিক্রমা
নদীও বেড়াতে যায় কখনো বা গৃহস্থের গাঁ।
নদীর ছান্দিক পা ছুটতে ভালবাসে
ক্লান্তি তার অভিধানে নেই
সে ভীষণ জেদি, তার শেকড় ছেঁড়া পা
সে শুধু চলার ছন্দে
গেয়ে যায় সা-নি-ধা-পা-মা।