তেলের শিশি ভাঙলে শিশু রাগ করি না শোনো---
দেশ ভাঙলেও কাউকে কিছু বলি না কক্ষনো।
মিথ্যে বলছি? তোবা!
আমরা এখন বোবা।
জমি-জমা কাড়লে সবাই বলছি এখন কাড়ুক,
চাইছি না আর স্বাধীনতার পরিধি আজ বাড়ুক।
মিথ্যে বলছি? ধুৎ!
আমরা কি সব ভূত?
দেশের আইন আজ বে-লাইন, আমরা খাচ্ছি হাওয়া,
বুঝছি না কেউ ঢের হয়েছে স্বর্গ হাতে পাওয়া।
খাচ্ছি কি আর ধোঁকা?
নইকো বুড়োখোকা।
লম্ফ জ্বেলে দিচ্ছি ঢেলে আমরা অঢেল ভোট,
গদির জন্য সবকিছুতেই বাঁধছি এখন জোট।
এটা কি খুব ক্ষতির?
নমুনা সংহতির।
উলঙ্গ নেই রাজা এখন, ওষুধ সব-ই খাঁটি,
সাক্ষরতার রাস্তা দিয়ে সন্ধে-সকাল হাঁটি।
খাই না চাঁটি-চড়,
অন্নদাশংকর।