সমর্পণে শব্দ হয় না
অদ্ভুত, ঈশ্বর দেখেছি
কবিতা লিখতে গিয়ে বেশ
প্রণাম লিখে দিয়েছি
হাঃ --- হাঃ
হাতে গড়া তপোক্লিষ্ট, নষ্ট হল!
অন্ধকারে দেখা যায় না
বাস্তব তবু তো লিখেছি
জবর কম্পন নিজে, আমি
পরম ছায়া চিনেছি
হাঃ --- হাঃ
বর্হিমুখী দুরে কাছে হলাহলও!
নেশা হয় না মদ্যপানে
সাপের ছোবল খেয়েছি
প্রসাদ খেতে গিয়ে, দ্যাখো
ঠাকুর খেয়ে ফেলেছি
হাঃ --- হাঃ
ভগবান, চুপ কেন ? কিছু বলো ....