কাদাময় মাঠ
বীজ ফেলা; ধান রোয়ানো
কৃষক --- মোড়ল মাখামাখি
সম্পর্কের আনাচে কানাচে প্রশান্ত ছায়া
শরীরী শব্দগুলো অবসন্ন প্রহরের সিঁড়ি ভাঙে
যৌবনের দিনগুলো শরীরে অশরীরে
সবুজ কান্তার পেরিয়ে মায়াময় শীতল
আদ্যিকালের দম দেওয়া ঘড়ির মতো টিকটিক
আত্মাময় জীবন ধারণ
আত্মিক মরণের বারান্দায় দাঁড়ায় এক আকাশ
অপরাহ্ন খেয়াল
সময়ের সাথে অসময়ের শীতলতম আবরণ
বেহুলার মতো সম্পর্ক আগলে থাকা
আবহমান কাল গাঁথছি সম্পর্কের মালা
অজানা কীট দংশনে ক্লিষ্ট বরণ ডালা
ল্যাপটপ খুলে স্মৃতিময় দিনের নবীকরণ
সুখের সঙ্গে অসুখের বেঁধেছি কলম (গাঁটছাড়া)
জীবনের সব চাওয়া পাওয়া ব্যর্থ প্রতীক্ষায় ঘুরে
বনে উপবনে
আমার বিকেল আমার সূর্য,
নিজস্বতায় ভরা সব মুহূর্তে, অমিল;
গাদা গাদা কাগজ কলম।
নদীর মতো সমুদ্র ভালবাসায় অপেয় হলাম
সমুদ্র নিজস্ব নীল নিয়ে হাসছে দেঁতো হাসি
আর আমি .................
শুষ্ক চোখে অবলোকন করছি নক্ষত্রের ভীড়ে
হারিয়ে যাওয়া তোমাকে ---