চলে যেতে যেতেও ফিরে এলাম
তোমার অনেক কথা মনে পড়ছিল
গভীর একাত্মতায়, আমি শুনতে পাচ্ছিলাম।
ভেজা মাটি, শস্য শরীর, একমুঠো রোদ
চোখের পাতায় জাগা আশা
হৃদয় ছু্ঁয়ে গান গাইছিল।
বদলায়, অনেক কিছু বদলায়
তবু মন চাইলে কিছু বৃষ্টি হয়ে নামে।
স্মৃতি, গাছের ছায়ায় ছড়ানো গল্পগুলি
আহ্লাদে ঝলমল করে
নির্জনতায় নিঃশ্বাস কাছাকাছি হয়
উত্তাপে সময় হারিয়ে যায়।
ফিরে এলাম, আকাশের কপালে লালরঙ
তখনও জ্বলজ্বল করছিল ঘনিষ্ঠ সূর্যে।