একটি মানুষ দেশের জন্য করেছিলেন পণ,
দিয়েছিলেন নিজের সুখ ও স্বপ্ন বিসর্জন।
ছিল না সাধ ব্যক্তিগত, শখ-আহ্লাদ তাঁর,
স্বাধীন দেশের জন্য ছিল নীরব হাহাকার।
একটি মানুষ বুঝেছিলেন ব্রিটিশ খুনি-চোর,
চেয়েছিলেন সবার জন্য ফুল-ফোটানো ভোর।
বলেছিলেন রক্ত দিতে, দিয়েছিলেন ডাক---
দিল্লি চলো, লড়তে হবে, বাজছে রণঢাক।
দেশজুরে এক গভীর আঁধার, তখন ছিল দিন---
একটি মানুষ ঘরের মধ্যে ছিলেন অন্তরীণ।
ছদ্মবেশে বেরিয়েছিলেন চোখ-কে দিয়ে ফাঁকি---
বুকের মধ্যে বাজছিল তাঁর স্বাধীনতার ডাক-ই।
একটি মানুষ লড়ার জন্য গড়েছিলেন দল,
মুছিয়ে দিতে হাত-পা বাঁধা মায়ের আঁখিজল
একার কাঁধে নিয়েছিলেন গোটা দেশের ভার,
বিদেশ থেকে চেয়েছিলেন সৈন্য-হাতিয়ার।
একটি মানুষ সবার নেতা, নেতাজি তাঁর নাম---
ভারতবাসী সত্যি আজও দিল না তাঁর দাম।
কোথায় আছেন, কেমন আছেন জানি না কেউ আজ---
ব্যস্ত খেতে, পরতে এবং করতে লুঠতরাজ।