শিশু মার কোলে ওই
কাঁধে তার ঝোলে বই
হাঁটা চলা শিখেছে সে সদ্য।
বোতলেতে জল ভরে
পাঠে যায় ভ্যানে চড়ে
মুখে ঝরে মিঠে মিঠে পদ্য।
খেলাধুলা নেই তার
আঁখিজলে মুখ ভার
নাচে-গায় ছক-বাঁধা রুটিনে।
আসে বার শনি রবি
আঁকতে সে যায় ছবি
বলে না মা ' আজ তোর ছুটি নে '।
আকাশের নীল বুকে
উড়ে যায় পাখি সুখে
শিশুদের নেই খোলা দুনিয়া।
হাসি গল্পের যাদু
ঠাকমা বা নেই দাদু
অবসর কাটাবে সে শুনিয়া।