যে আগাছার মূলোৎপাটন হয়
সেও তো এই পৃথিবীকে কিছুটা অক্সিজেন দেয়
বিষ ফলই যার পরিচয় ---
সে কি কখনও বিষহরি নয়?
আজন্ম অবাঞ্ছিত অবহেলিত সেই
তোমার জন্য আজ জল জঙ্গলও নেই।
কোন আদিম যুবতী রোপন করেছিল তোমার বীজ
কার আদরে বেড়ে উঠেছিল প্রথম গর্ভবতী ধানের শিষ।
অশ্বারোহী আর্য্যপুত্র হরণ করেছিল তাকে
উথাল পাথাল বেগবান নদী ছুটে ছিল মহাসমুদ্রের দিকে!
আগাছা, তুমিও থেকো শাপলা শালুকের সাথে
নদীর পাড়ে, খুকীর সাথে ফেসবুক আর ইন্টারনেটে।