এমন একটা দিন ;
আকাশে চাঁদ নেই, পাখি নেই, ফুল নেই,
নদী সরে গেছে দূরে ।
মাটি চৌচির ;
মাঝিটিও ব্যর্থ মনোরথ ।
অন্ধকূপে বসে --
ভাঙা টুনটুনির আলোয়, নিজেকে সঁপে দেবেন
বলে, অপেক্ষায় কবি, মাটি
খুঁড়ে বের করে আনছেন --
গোপন করোটি তার
তখন কি চাঁদে ছাপা হবে
আমাদের কবিতা ? কে পড়বে ছাইপাঁশ সব ?
এমন দুর্ভিক্ষ যেন না আসে কোনোদিন
সব আছে ঠিকঠাক, শুধু তুমি নেই