আয়নার সামনে দাঁড়াতেই দেখি
এক ব্যথিত মানব
এক অনিশ্চিত প্রেমিকার প্রতীক্ষায়।
যে পরচুলা পরে ময়ূর সেজেছিল
যখন বৃষ্টি নামল-
বুকের পশম জুড়ে অজস্র ঠোকর
বিষের নীল হ্রদ হয়ে সমুদ্র খোঁজে
এক দীর্ঘজীবী কাক উড়ে যায়
আমার নির্ঘুম চোখের সীমান্ত ঘেঁষে
কতটা নির্বাক হয়ে আছে আমার
দু’চোখ, মেঘের সমস্থ রং নিয়ে
এ আমার বেঁচে থাকার গল্পেরা জানে
জানে আমার তর্জনী ও কিছু নিশাচর
বুকের মধ্যে অন্যের দূষিত হৃদয় নিয়ে
ফুসফুসের মধ্যে প্রতারিত বাতাস নিয়ে
শিরা-ধমনীতে রক্তের করুণ প্রবাহ
আমার দু’চোখে ঘোর বর্ষা ডেকে আনে।
আবছা আবছা দেখি- সেই কাক
রং বদলিয়ে এখন রঙিন ফড়িঙ!
রাত ৩.২০ টা, ১৬ নভেম্বর, ২০১৫
জিয়া হল, রা. বি.।