অপঘাতের মৃত্যুভারে ন্যুব্জমান দিনের খবর রাতের খবর
সভ্যতার ঘুম কেড়েছে আদিম নির্বাসন
অপমৃত্যুর মত ধারাবাহিক আখ্যান এই বুঝি ঘটলো!
উঠি উঠি করেও মানবিক প্রেম ডুবে যায় ভূ-মধ্যসাগরে
আন্দামান ভেসে যায় ক্ষুধিত মানুষের করুণ অশ্রুতে
হাঁটুতে আশ্রম গেড়েছে আজ মানুষের প্রতি মানুষের মমতা
করোটি ভেদ করে মগজে ঢুকছে এক অদ্ভুত ক্রুসেড
হৃদয়ের চার প্রকোষ্ঠে বাসা বেঁধেছে পৌরাণিক দানব
এরা গন্ধ শুঁকে শুঁকে মানুষের রক্ত শোষে, হাড় চিবোই
রাজন মরে যায়, রাকিব মরে যায়, মরে অভিজিৎ-নিলয়
মাঝে মাঝে মরে যায় পুরো দেশ, মরে গোটা পৃথিবী
পাইথনের পাকস্থলীতে বন্দী উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য
আফগানিস্থান; আমাদের এক সময়ের শোষক
তাদের ক্রমবিকাশ ঘটে চলেছে মৃত্যু আর ভাঙনের দিকে
আমার প্রিয় মাতৃভূমি আজ সেই পাইথনের জিভের ডগায়
জন্ম আর প্রেমের ক্রমবিকাশ ছেড়ে খুব দ্রুত হেঁটে চলেছে...
অন্ধকার উপত্যকায়!
কষ্ট হয়, আমার দারুণ কষ্ট হয়
কষ্টের চেয়েও বিষম লাল আগুন রক্তে জ্বলে ওঠে!
৮ আগস্ট, ২০১৫
জিয়া হল, রা. বি.।