এদিক ওদিক যতই ছুটিস হয়ে আঁকা-বাঁকা নদী
আমি সমুদ্র হয়ে ঠিক ঢালুতেই বসে আছি
মাঝ পথে হয়তো কোথাও মিশেছিস কারো সাথে
হয়েছিস উপনদী, সঁপেছিস বুক যত ভার আছে
কিছু কিছু নদীপথ নদীতেই বাঁধে ক্ষীণজীবী মহল
কত পথিক তোর অভ্যন্তরে ঢেলেছে ধবল পলল
হ্রদের মত কিছুকাল জমিয়েছিস মিলিত দেহ
তোর এমনি অগ্নিশ্বাস উৎসমুখে গলাস হিমবাহ
জানি, শেষ অবধি তুই আমাতেই মিশবি
হোয়াংহোবাসীর দুঃখ হয়ে, পলিজ ভূমির গোমতী
পাড়ি দিয়েছিস বলেই কী এমন সূদীর্ঘ পথ?
আমার বুকে ঢেলে দিবি সব অশুদ্ধ স্রোত!
খণ্ড পৃথিবীর খণ্ড সমুদ্র হয়ে
আর কত কাল এ ব্যথা যাবো সয়ে?
অভিশাপের নষ্ট দহনে মরে যাই আবার বাঁচি
তাই আমি সমুদ্র হয়ে ঠিক ঢালুতেই বসে আছি!
২৮ জুলাই, ২০১৫
জিয়া হল, রা. বি.।