স্বচ্ছ কাচের সামনে দাঁড়িয়ে
আমি আমার প্রতিবিম্ব দেখতে চেয়েছি
কিন্তু দেখেছি শুধু ওপারের অসংখ্য আগন্তুক
শেষমেশ তুমি এসে দাঁড়ালে
উপযুক্ত প্রতিফলক।
আমি খুব অবাক হয়ে দেখছি আমার স্বরূপ
আমি তো আমি নেই
আমি তুমিতে বিবর্তিত হয়ে
হয়ে গেছি ব্যাকরণ ঊর্ধ্ব এক প্রেমিক!
তারপরের গল্পটা অতি সাধারণ
ঠুনকো বাতাস, কিছু বিচ্ছিন্ন মিছিল
তুমি নেই... তুমি নেই...
আবারো সেই স্বচ্ছ প্রতিফলক, অসংখ্য আগন্তুক!
২৪.০৩.২০১৫
জিয়া হল, রা. বি.।