মোমের ট্রেতে ব্যবচ্ছেদপূর্ব কুনোব্যাঙের মত
আমার চার হাত-পায়ে গেঁথে রেখেছো
তোমাদের হিংস্রতার ছোবল
সুদৃশ্য কাচঘরে আমার আয়ুকে রেখেছো বন্ধক
তোমরা এটাকে বল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট
আমি এত যত্নআত্তি চাইনি।
বিশ্বাস কর, আমি তোমাদের এত নিবিড় পরিচর্যা চাইনি!
শীতের সকালের কোমল রোদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল
কথা ছিল, কাল সকালে দু’জন হাত ধরে হেঁটে যাব
আমাদের আরেক প্রিয় বন্ধু সবুজ ঘাসের কাছে
তারই সহোদরা শিশিরের কাছে

আমার পেলব অপুষ্ট শরীরে
দেখ তোমাদের দংশিত বিষদাঁত ঢেকে দিয়েছো
মৃত কাশফুল দিয়ে।

তোমরা কারা?
এই বার্ন ইউনিটের সমুখ ডায়েসের আনুভূমিক মাইক্রোফোনে
তোল কর্কশ আওয়াজ
বন্ধ করো।
তোমাদের হৃদপিণ্ডকে প্রতিস্থাপিত কর
আমার দগ্ধ অশ্রুকণায়।

আমার করুণ মিহিন সুরে সুতীব্র চিৎকার করে বলতে চাই
বার্ন ইউনিট আমাদের গন্তব্য নয়!
কাচের বোতলে উদ্বায়ী পদার্থের বিস্ফোরণ
আমাদের গন্তব্য নয়
সন্তান ও জননীর আলিঙ্গনকৃত সহমরণ
আমাদের গন্তব্য নয়
লরির স্টিয়ারিং হুইলে হাড়ের ভস্মকঙ্কাল
আমাদের গন্তব্য নয়
লেগুনার আটিঞ্চি ফুটস্ট্যান্ডে জলন্ত অগ্নিভাস্কর্য
আমাদের গন্তব্য নয়
প্রিয় মানুষগুলোর বিকৃত ভস্ম
আমাদের গন্তব্য নয়
ইশতেহার আর ইতিহাসের নামে এই অনলচিতা
আমাদের গন্তব্য নয়।

পচনশীল শেকড়রণ্যে চির বসন্ত আসেনা
নড়বড়ে খুঁটিতে সামিয়ানা ধ্রুব হয়না
আমি পচনশীল শেকড়ের চির পতন চাই
আমি তাজা তাজা প্রাণের জীবন্ত স্তম্ভ চাই
ট্রোজানের মত একটা টগবগে ঘোড়া চাই
এর ভিতরেই জন্ম হবে আগামীর সুষম যোদ্ধারা
হে আমার সুপ্রিয় দেশমাতৃকা
আমরা আসছি……………………..

০২/০২/২০১৫
জিয়া হল, রা. বি.।