আমি কবিতা ভালবাসি বলে কবি আমার ভীষণ প্রিয়
আমি প্রেমিকার কমলতাকে বিসর্জন দিতে পারি
স্রেফ কবি ও কবিতার জন্যে।
অথচ খবরের কাগজে তোমার ছবি ছেপেছে জেনে
চলমান কবিতার মধ্য লাইন থেকে কলম গুটিয়ে ফেলেছি
ধাবমান ধূমকেতুর মত ছুটে গেছি পত্রিকা রুমে
আমার পদরেখা যেন স্পর্শ করেনি কংক্রিট আর পৃথিবী
শূন্যে ছুড়ে ফেলে সব ইতিহাস এ আমি কাকে দেখছি!
টিয়ে পাখি মাখা অদ্ভুত নির্ভেজাল এক সমুদ্র।
অসংখ্য বর্তমানের ভীড়ে শ্বাসমূল হয়ে দাঁড়িয়ে আছে
রং-তুলিতে আঁকা আমার জীবন্ত ভবিষ্যৎ
বুঝলাম, তুমি কবির চেয়ে বৃহত্তম কবিতার উৎস হয়ে
জন্ম দাও অসংখ্য কবির!
২১.০১.২০১৫