ইদানীং রাতে ঘুমের মাঝে জেগে উঠি হঠাৎ
জ্বলাচোখে খোলা জানালায় দেখি অশুভ প্রভাত
ইদানীং প্রেমাকাশে স্যুট-টাই পরা বাজপাখি
করে উড়াউড়ি; আমি নরম দোয়েল ভয়ে কাঁপি
ইদানীং খোলস ভেঙে আসে বিদঘুটে নিখিল
তাজা সূর্যকে সমাহিত করে বানায় ফসিল
ইদানীং ভালোর সমার্থক খুঁজি যতবার
অরণ্যদানব ফুলের ’পর পাতে সংসার
ইদানীং মনুষ্যত্বের ধমনীতে কাঠপাখি
ঠোকর মারে; ফিরে আসে আদি সভ্যতার ছবি
ইদানীং নক্ষত্রকে অনুবাদ করে চাঁদ
অ্যামিবা-গ্রীবায় হার, অনুষঙ্গ হাতির দাঁত

ইদানীং শীতকাল জুতো-ফিতায় জমে কুয়াশা
রোধ-অবরোধ চারিদিকে চৈত্রের জিঘাংসা
ইদানীং লেপ-তোশকে খাঁচায় বন্দী নেত্রী
অন্ধ ঘোড়ার পিঠে স্বদেশ অসহায় যাত্রী!
ইদানীং হ্যামিলন-বাঁশিওলার স্বর্ণকাল
ইঁদুরের মত লেজ তুলে ছোটে প্রেমিকার দল

ইদানীং ইরিধান বপনের মোক্ষম ক্ষণে
আবাদী জমি হয় গর্ভবতী কৃষক-লাঙলে
মৌসুম শেষে হিসেবে শূন্য পায় নিরঙ্কুশ
ভীষণ ঠাণ্ডা জলে পা ভিজানো মাটির মানুষ
ইদানীং এত ঘন আঁধার অন্ধ সব চোখ
তবু প্রার্থনা করি হে প্রভু, সবার ভালো হোক!
(১১/০১/২০১৫)