গভীর রাতে চিবুকে কলম ঠেকিয়ে
বহুবার লিখতে চেয়েছি
প্রেমের শ্রেষ্ঠ কবিতা টা
আমার কলম আমাকে বারবার
নিরাশ করেছে খুব।
যেন শূন্য গ্র্যাভিটির বলপয়েন্ট।
জনশূন্য রাস্তার মত
অক্ষরহীন থেকে গেছে সাদা পাতা।
আমি সৃষ্টিকর্তা কে বলেছিলাম,
আমাকে কিছু প্রেমের উপাদান দাও
আমাকে কিছু কবিতার উপাদান দাও
আমার কলমের স্থবিরতা কাটুক
কালোর সৌন্দর্যে ভরে উঠুক সাদা জমিন
আমার হৃদয়ে বপন করেছি যে বসন্তবীজ
তা থেকে জন্ম গ্রহণ করুক
হাসনাহেনা, রজনীগন্ধা, অর্কিড
অনন্ত সৌরভে ভরে উঠুক
আমার অস্তগত নিশ্চল আঙুল।
কাষ্ঠল অস্তিত্বে জেগে উঠুক সমুদ্র
তৃণভোজী এই আমার, সামর্থ হোক
প্রেমিক হওয়ার মাংসাশী প্রাণীর
সৃষ্টিকর্তা আমার কথা এখনও রাখেনি!
(১৩ সেপ্টেম্বর, ২০১৪, জিয়া হল, রা. বি.)