তোমারই দুই নয়নের তিব্র শিখা আমার বক্ষে জ্বেলে।
হঠাত্ কোথায় পালিয়ে গেলে আমায় একলা ফেলে।
প্রেমেরি যাতনায় বদ্ধ আজ এই তোমার প্রেমের শ্রমিক।
বলতে গিয়েও কইতে পারিনি,আমি মধ্যবিত্ত প্রেমিক ।
ভয় ছিল যদি ভুল বোঝো মোরে,যদি চলে যাও দূরে।
যদি জানতাম চলেই যাবে,আগেই কহিতাম তোরে ।
ভালবাসি আমি,ভালবাসি তোরে,তুই সবচেয়ে দামী,
তুই বিনে আজি নিঃস্ব জগত্ ,বেহাল হয়েছি আমি ।