বাবা" শব্দটি কতই মধুর।
যার নেই সেই জানে তার মূল্য,
বিশ্বভুবন ঘুরিয়া দেখিনু
কেহ নেই তোমারই তুল্ল
কত কস্টই না করেছো জীবনে।
দিয়েছ কতনা সুখ বিসর্জন
হঠাত্ কোথায় গেলে চলে
করে একলা আমায় নির্জন
আজও হঠাত্ একলা ঘরে
তোমায় যখন মনে পরে।
কাঁদি আমি চুপিচুপি।
তোমার কি আমায় মনে পরে।
তোমার সেই স্নিগ্ধ হাসি
তোমার সেই আলিন্গন
সব বেদনা দেয় ভুলিয়ে
তোমার সেই ললাটচুম্বন
তোমার স্মৃতি বুকে জরিয়ে
রইব সারা জনম ধরে
দুঃখ,কস্ট,হাসি,বেদনায়
সত্যি তোমায় খুব মনে পরে ।