আচমকা বোধদয় হলো
কতটা অপচয় দিয়ে সাজানো
আমার অতীত!!
একদিন ভোর বেলা জেগে উঠে দেখি
কতটা অপচয় দিয়ে সাজানো
আমার শরীর!!
মাঝে মাঝে ভাবনায় ধরা পড়ে
কতটা ভুল ধারনায় সাজানো
আমার জীবন দর্শন!!
অবাক হয়ে ভাবি
কতটা ভুল সম্পর্কে জড়িত
আমার সম্পর্কগুলো!!
তাড়িত ভাবনায় দগ্ধ হয়ে ভাবি
কতটা ভুল শোধরানো
বাকি রয়ে গেল!!
ভুল শোধরানো যদি
ভুল হয়, তবে বাকিটা সময়
কেমনে কাটবে হায়!
মিরপু,র, ঢাকা
অক্টোবর ২৭, ২০২২, দুপুর ৩টা