উপায় নেই বলে, ভুলের সাথেই
বসবাস শুরু করেছিলাম
এখন অভ্যস্ত হয়ে গেছি
ভালো, মন্দ কিছুই মনে হয় না
তাকিয়ে দেখি
অন্তিম যাত্রা পথটা কেমন হবে
ভুলগুলো ফেলে রেখে যাবো
অভিজ্ঞতাগুলো সাথে নেব
আর কোন প্রস্তুতি নেই আমার
আর কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই আমার
মার্চ ১৪, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা