ভুলে যাওয়া রোগটা
খারাপ হলেও, কোন কোন সময় খুব কাজে লাগে।
কিছু ঘটনা ভুলে যেতে চাই
কিছু মানুষ
কিছু স্মৃতি
কিছু উপহাস
কিছু ব্যার্থতা, এমনকি
কিছু সফলতা এবং সম্পর্কও।
যখন যা চাই, তা ভুলে যেতে পারলে
মানুষ অনেক ভালো থাকতো!!
ঈশবর সম্ভবত
ইচ্ছে করেই,
মানুষকে এই ক্ষমতা দেননি;
আমরা যাকে বঞ্চিত করা বলতে অভ্যস্ত।
ঈশবরের ভাবনা, পরিকল্পনায়
কোন খুত নেই;
এক্কেবারেই নিখুত।
মানুষের এই ক্ষমতা নেই বলেই
কল্পিত সুখ পায়
অন্যথায়, বাস্তব এবং কল্পনা
দুভাবেই মানুষ অসুখী হতো।
জানুয়ারি ২০, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা